শান্তনু রায়, পশ্চিম মেদিনীপুর : ২১ শের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোটের রণকৌশল। কেউ এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। হাতে কলমে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল ঘৃতগ্রাম ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস। রবিবার কেশিয়াড়ী ব্লকের সাতশোল এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়।
বুথ ও অঞ্চলের কর্মী সমর্থকদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ। বুথ পর্যায়ে ভোটার সংখ্যা, বিশেষ জনজাতিভুক্ত সম্প্রদায়ের ভোটার সংখ্যা নিয়ে আলোচনা হয় এদিন। পুরুষ ও মহিলা ভোটার সংখ্যা কত সে নিয়ে তালিকা ধরে মতামত গ্রহণ করা হয় শিবিরে। ব্লাক বোর্ডে লেখার মধ্য দিয়ে বুথ ভিত্তিক আলোচনা হয়েছে। বুথে কয়টি গ্রাম রয়েছে, মোট ভোটার কত সে বিষয়ে আলাপ আলোচনা হয় শিবিরে। পক্ষে বিপক্ষে ভোটার সংখ্যার নিরিখে পর্যালোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। কর্মীদের পাশাপাশি স্বসহায়ক দলের নেত্রীরা উপস্থিত ছিলেন এদিনের প্রশিক্ষণ শিবিরে। কোন কোন বুথে ঘাটতি রয়েছে সে বিষয়ে নজর দেওয়ার কথা বলা হয় কর্মীদের। পাশাপাশি কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে দিকে আলোচনা করেন বক্তারা।
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কেশিয়াড়ী ব্লকে সর্বপ্রথম এই কর্মসূচি মধ্য দিয়ে প্রস্তুতি সভার সূচনা হল বলে দাবী তৃণমূল নেতৃত্বদের। আগামী দিনে দলকে জেতানোর পেছনে কেশিয়াড়ী ব্লকের ভূমিকা কতখানি থাকবে সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। উপস্থিত ছিলেন ১ নং অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি অঙ্কুর শীঠ, ১ নং অঞ্চল কমিটির সদস্য বলাই নায়েক,১ নং অঞ্চলের প্রধান সুলতা মান্ডী সর্দার,ব্লকের এস টি সেলের সভাপতি হপন মান্ডী,সহ অঞ্চলের স্ব সহায়ক দলের সভানেত্রী, সম্পাদিকা সহ অনেকেই।