করোনা টিকার মহড়া অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার দিন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল অনুষ্ঠিত হলো করোনা টিকার মহড়া। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার তিন জায়গায় করোনা টিকা প্রদানের মহড়া হয়েছে বলেই জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। শুক্রবার অর্থ্যাৎ আজ ড্রাই রান তথা মহড়া হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কেরানীতোলায় অবস্থিত আর্বান ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এবং খড়্গপুরস্থিত হিজলী গ্রামীন হাসপাতালে।

সূত্রের খবর খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছে করোনার ভ্যাকসিন। আগে থেকেই ঠিক আছে যে ভোটের বুথভিত্তিক মোডে করোনার ভ্যাকসিন জনসাধারনকে দেওয়া হবে। জনগণনা অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৫৫ লাখ বাসিন্দা আছেন। তারা সবাই অবশ্য এখনই ভ্যাকসিন পাচ্ছেন না। প্রথম পর্যায়ে কেবলমাত্র স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পাবেন। তারপর ফ্রন্টলাইন করোনা যোদ্ধাদের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তারপর ক্রমে ক্রমে ষাটোর্ধ, ৫০ থেকে ৬০ বছর, কো মরবিডিটি সহ ৫০ বছরের কম এবং সবশেষে ৫০ বছরের কম সকলের মধ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।