নিউস ডেস্ক, রাজ্য : – আগামী ২২ ফেব্রুয়ারি নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।উদ্বোধনের পরদিন মঙ্গলবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি থেকে চালু হবে পরিষেবা। নোয়াপাড়ার পর থাকছে ২ টি স্টেশন বরানগর এবং দক্ষিণেশ্বর। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো চলবে প্রায় ২৪৪ টি। অন্যদিকে ছুটির দিনে চলবে ২২৮ টি ট্রেন। সকাল ৭ টা থেকে রাত্রি সাড়ে ৯ টা পর্যন্ত চলবে পরিষেবা। অফিসটাইমে ৬ মিনিট অন্তর চলবে ট্রেন। উল্লেখ্য, চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার জন্য গত ৫ ও ৬ ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর মেট্রো পর্যবেক্ষণে আসেন রেলের সেফটি কমিশনার। ছাড়পত্র মিলতেই এবার চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো। মঙ্গলবার পরিষেবা চালুর পর তাহলে এবার কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির দর্শন করা যাবে এক রুটেই।