উত্তরপ্রদেশের দুর্ঘটনায় মৃত্যু মালদার শ্রমিককের পরিবারকে আর্থিক সাহায্য দিল রাজ্য সরকার।

গতকাল রাতে উত্তরপ্রদেসে একটি বিল্ডিং দুর্ঘটনায় মালদার ২ জনের মৃত্যু, আহত হয় প্রায় ১৫ জনের মতো।বিল্ডিং দুর্ঘটনায় যে ২ জনের মৃত্যু হয়েছে তাঁদের বাড়ি মালদা সুজাপুরে,, বুধবার বেলা ১টা নাগাদ ফরাক্কা আসেন পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাহদ হাকিম প্রথমে ফরাক্কা ময়দানে হেলিকোপটারে করে আসেন তারপর বাই রোড হয়ে মালদার সুজাপুরে মৃত ২ জনের পরিবারের লোকের সঙ্গে দেখা করতে যান। পৌর নগর উন্নয়ন পুরো মন্ত্রী ফিরাহদ হাকিম পাশাপাশি

মালদায় মৃত দুই পরিবারের হাতে দু লক্ষ টাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং আহতদের হাতে 50,000 টাকা তুলে দেওয়া হয়। এরপর তিনি সুজাপুর হাসপাতালে মাতৃ মা বিভাগ উদ্বোধন করেন।