শাসক-বিরোধীদের কাঁটা! সাদা পতাকা নিয়ে দল তৈরী মালতিপুর বিধানসভায়

ভোটের আগে শাসক-বিরোধীদের নতুন কাঁটা হয়ে সংগঠন তৈরী করল যুবকরা।মালদহের মালতিপুর বিধানসভার চন্দ্রপাড়া অঞ্চলের কানাইপুরে সাদা পতাকা নিয়ে নির্দল দল তৈরী করল যুবকর। কানাইপুরে একটি তাদের দলীয় কার্য‍্যালয়ের উদ্ধোধন করা হয়েছে।এবং এই সংগঠনে শতাধিক কর্মী রয়েছে বলে দাবি করছেন নেতৃত্ব।মালতিপুর বিধানসভার প্রত‍্যকেটি অঞ্চলে সংগঠন করবে তারা।মূলত মালতিপুর বিধানসভায় তৃণমূল-জোটের মধ‍্যে এবার লড়াইটা হবে বলে মনে করছেন রাজনীতি বিদরা।তারাও নির্দলের প্রার্থী দিবে বলে আলোচনা চলছে।তবে এই সংগঠন কি শাসক-বিরোধীদের পথের কাঁটা হয়ে দাঁড়াল কি?জল্পনা তৈরী হয়েছে মালতিপুর বিধানসভার রাজনৈতিক মহলে।
সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন,এলাকায় শাসকদল ও কংগ্রেসের বিদায়ী বিধায়ক কোনো কাজ করেনি।এলাকায় তাদের কাজের খতিয়ান শূন‍্য রয়েছে ও অনুন্নয়ন রয়েছে বলে দাবি ওই সংগঠনের।মানুষের পাশে থাকার জন‍্য লড়াইটা তাদের।এমনটাই জানালেন নির্দল সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।                                                                                                         

মালতিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি মৃদ‍ু হেসে জানিয়েছেন,রাজ‍্য উন্নয়নের স্রোত বইছে তৃণমূল সরকারের।রাস্তা,পানীয় জল,আলো ছাড়াও কন‍্যাশ্রী,রুপশ্রী,খাদ‍্য সাথী,স্বাস্থ‍্যসাথী একাধিক প্রকল্প চালু করেছেন তৃণমূল সুপ্রিমো।যারা এই সব কথা বলে সংগঠন তৈরী করছে তারা অন্ধকারে বসবাস করছে বলে কটাক্ষ করেছেন মালতিপুরের তৃণমূল প্রার্থী রহিম বক্সী।
আমাদের পথে কাঁটা হয়ে কেউ দাড়াতে পারবে না।মালতিপুরে ঘাসফুল ফুঁটছে এবার।

মালতিপুরের জোট প্রার্থী আলবেরুনী জুলকার নাইন বলেন,আমরা ওই এলাকায় একাধিক কাজ করেছি।কানাইপুর স্কুলে একাধিক প্রকল্প রয়েছে আমাদের।তবে আর কেউ কাজ করেছে কি না তা জানা নেই।মালতিপুরের এবারও জোট থাকছে বলে দাবি করেছেন তিনি।