মালতীপুর বিধানসভার অন্তর্গত চাঁচল ২নং ব্লকের গৌরহন্ড অঞ্চলের কাঁপাসিয়া গ্রামবাসীদের উদ্যোগে শ্রী শ্রী ভগবদ পাঠ কলস যাত্রার মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রথম দিনে প্রায় পাঁচশত মহিলা কলস ভর্তি জল নিয়ে কলস পথযাত্রা করেন এদিন কাপাসিয়াবাসীর মন জয় করে নিতে প্রায় সাত কিলোমিটার খালি পায়ে হেটে উক্ত পথযাত্রা তে পায়ে পা মিলালেন মালতিপুর ৪৭ নং বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী আব্দুর রহিম বক্সী।